হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নং আমিরাবাড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীকে পুনরায় এমপি নির্বাচিত করতে মতবিনিময় সভা করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) সন্ধ্যায় ১২ নং আমিরাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে শতাধিক নেতাকর্মীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।১২ নং আমিরাবাড়ী ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহীন সঞ্চালনায় এতে ইউনিয়ন,উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় শতাধিক নেতাকর্মীদের জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল। দিক দিক থেকে নেতাকর্মীরা এসে সভায় যোগ দেন।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ১৫ বছরে বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন সাধন করেছে আগে কোন সরকার তা পারেনি। তাই মানুষ এখন উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে তা প্রমাণ করবে। বিএনপি জামায়াতের অপরাজনীতির জবাব দিবে ৭ জানুয়ারি বাংলাদেশের জনগণ। এসময় জনগণকে নৌকায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনা সরকার কে ক্ষমতায় বসানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান উপস্থিত বক্তারা।ত্রিশাল উপজেলা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি ও
১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরঞ্জিত সেন বলাই বাবু।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসান জীবন।১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম।তৃণমূলের ওয়ার্ড মাঠকর্মী সহ সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার , ২০শে ডিসেম্বর, ২০২৫ ইং || ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৯শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
আমিরাবাড়ীতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে-