শনিবার , ২০শে ডিসেম্বর, ২০২৫ ইং || ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৯শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

কথা বলতে কষ্ট হলেও নৌকার পক্ষে ভোট চাইলেন ত্রিশালের আওয়ামীলীগের প্রবীণ নেতা মনির তলবদার

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ীর কু’শা নগর গ্রামের বাসিন্দা মোঃ মনির তলবদার যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য ঝাপিয়ে পড়েছিলেন যুদ্ধে। যুদ্ধ করা দেশ স্বাধীন করার পর বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে তিনি আমিরাবাড়ী ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন। দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতি করে দল, দেশ ও মানুষের সেবা করে গেছেন। কিন্তু বর্তমানে তিনি প্রচণ্ড অসুস্থ। তাই চলাফেরা করেন হুইল চেয়ারে।
কথা বলতে কষ্ট হলেও তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন জনগণের কাছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ঐতিহাসিক শিমুলিয়া বাজারে নেতাকর্মীদের নিয়ে তিনি এই ভোট চেয়েছেন। এসময় তার ভিডিও ধারণ করেন দৈনিক মুক্ত কাগজ, সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ত্রিশাল প্রতিনিধি ও এসি টিভির সাংবাদিক হানিফ আকন্দ।

এদিকে দল ক্ষমতায় থাকার পরও দলীয় বড় বড় নেতারা তাদে এড়িয়ে চলায় ক্ষুব্দ আওয়ামীলীগের তৃণমূলের নেতারা। তারা বলেন,মনির তলবদার আওয়ামীলীগের জন্য প্রচুর শ্রম দিয়েছেন আজ তার সুচিকিৎসা হচ্ছে না।
দল ক্ষমতায় থাকার পরও তার দিকে কেউ সুনজড়ে তাকাচ্ছে না এতে নেতাকর্মীরা ক্ষুব্ধ।

৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার শেখ জিয়াউল রহমান জিয়া বর্তমান ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে স্মৃতিস্বরূপ বেশ কিছু ছবি তোলা হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান তারা।