আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:::স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) ১নং রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গফরগাঁও এর রসুলপুর উচ্চ বিদ্যায়লয়ের খেলার মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৫৫ ময়মনসিংহ -১০ (গফরগাঁও) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান এমপি ও গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।
রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল মুস্তফা মন্টুর সভাপতিত্বে শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রসুলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মফিজ উদ্দীন।
পথসভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত
ছিলেন গফরগাঁও উপজেলার আওয়ামিলীগ সহসভাপতি ও রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম,গফরগাঁও উপজেলার আওয়ামিলীগ নেতা ও ১নং রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল হক মঈন সরকার, গফরগাঁও উপজেলা আওয়ামিলীগ নেতা ফজলুল হক ফজলু, রসুলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মো মফিজ উদ্দীন, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও আর এন সি ক্লাবের সভাপতি রেজাউল করিম সম্রাট ভূঁইয়া, রসুলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ১ং যুগ্ম আহ্বায়ক এটিএম সালাহউদ্দিন,রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রুহুল আমিন ফরাজি, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম,গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও রসুলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শফিকুল আলম দুলাল মাস্টার,গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি রেজাউল মুস্তফা মন্টু, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব আনিছুর রহমান আনিছ সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় বাবেল এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে গফরগাঁও কে স্মার্ট করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। ৭ তারিখ নৌকার পক্ষে ভোট দিয়ে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এসময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ও গফরগাঁও এর উন্নয়ন অগ্রগতি বজায় রাখতে ফাহমি গোলন্দাজ বাবেল এমপি কে আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।