হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::দর্শকদের উন্মাদনায় মাতিয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ত্রিশালের গুজিয়াম আমিরাবাড়ীতে “এসো যুবক মাঠে লড়ি,মাদক মুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ৩ টায় গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাটির আয়োজন করেন আমিরাবাড়ী ক্রীড়া সংঘ।
গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালামের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রিশাল শাখার আহ্বায়ক, আমিরাবাড়ী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান জীবনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সংসদীয় আসনের এমপি,ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নৌকা প্রতিকের এমপি প্রার্থী হাফেজ আলহাজ্ব রুহুল আমিন মাদানী।খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন খান।খেলাটি দেখতে দূরদূরান্ত থেকে ক্রীড়ামোদী হাজারো দর্শকরা উপস্থিত হন। অন্যান্যদের ত্রিশাল উপজেলা ও ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ-৭ আসনের এমপি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী খেলোয়াড়, দর্শক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,আপনারা জানেন আমি এক সময় ফুটবলসহ অন্যান্য খেলা ধুলা করতাম তাই আমি খেলোয়াড় ভাইদের অত্যান্ত ভালোবাসি। যেকোনো জায়গায় খেলা-ধুলা হলেই আমি তা দেখতে যাই এবং তাদের কে উৎসাহিত করি। খেলাটি যারা আয়োজন করেছেন, যারা অংশগ্রহণ করেছেন এবং অত্র ইউনিয়নের যারা খেলাটি দেখতে এসেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের এমপি হিসেবে দায়িত্ব পালনকালে মানুষের উপকার করার চেষ্টা করেছি মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি আমি কারোর কোন ক্ষতি করিনি। আমি বা আমার পরিবার কোনদিন চাঁদাবাজি, ধান্ধাবাজি, টেন্ডার বাজি করিনি আমি চেষ্টা করেছি উন্নয়ন করার। করোনার আড়াই বছরে সরকার যা দিয়েছে তার দ্বারা উন্নয়ন করার চেষ্টা করেছি।আমি কারোর ক্ষতি করিনি তাই আপনারা যদি ত্রিশালের শান্তি চান তাহলে আগামী ৭ তারিখে আমাকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উন্নয়নের সরকার বার বার দরকার তাই আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকার কে ক্ষমতায় বসানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ-৭ আসনের এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী কে সম্মাননা স্মারক তুলেন দেন খেলার আয়োজক নাজমুল হাসান জীবন।খেলায় সুফল স্মৃতি সংসদ -১:০ গোলে মুমিন ফুটবল একাদশ কে হারিয়ে বিজয় অর্জন করে।খেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ক্রীড়া সংগঠক নাজমুল হাসান জীবনের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।