আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ :: বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের এমপি প্রার্থী বর্তমান এমপি ফাহমি গোলন্দাজ বাবেল এমপি কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে মতবিনিময় সভা করেছে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২২ ডিসেম্বর) রসুলপুরে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
যুবলীগের আহবায়ক মফিজ উদ্দীন পরিচালনায় ও এটিএম সালাহউদ্দিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলার আওয়ামীলীগ সহসভাপতি ও রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম,গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব আনিছুর রহমান আনিছ ,গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি রেজাউল মুস্তফা মন্টু,গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও রসুলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শফিকুল আলম দুলাল মাস্টার,
রসুলপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম,রসুলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রতন মিয়া
সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় বক্তারা বলেন,বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যেমন নৌকার বিকল্প নেই ঠিক তেমনিভাবে গফরগাঁও এর উন্নয়নেও জননেতা ফাহমি গোলন্দাজ বাবেল এমপির বিকল্প নেই। মা বোন দের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান বক্তারা।