মঙ্গলবার , ১৬ই ডিসেম্বর, ২০২৫ ইং || ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

সাহসী সাংবাদিক হানিফ আকন্দ ত্রিশাল উপজেলা প্রশাসন থেকে পেলেন সম্মাননা মেডেল

প্রকাশিত হয়েছে-

জনতার নিঃশ্বাস প্রতিবেদক::৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাটমিন্টন টুর্ণামেন্ট অনলাইন টেলিভিশন আকন্দ টিভিতে লাইভ টেলিকাস্ট ও ৩০ বছরের সাফল্য ও অগ্রযাত্রার পত্রিকা জনতার নিঃশ্বাস পত্রিকায় সংবাদ প্রচারের জন্য সম্মাননা মেডেল পেয়েছেন সাহসী সাংবাদিক হানিফ আকন্দ।

হানিফ আকন্দ দৈনিক মুক্ত কাগজ ও সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ত্রিশাল প্রতিনিধি।

ত্রিশাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা মেডেল দেয়ার সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়াও সাংবাদিকতায় সাহসী অবদান রাখায় উপস্থিত নেতৃবৃন্দ হানিফ আকন্দের ভূয়সী প্রশংসা করেন।
হানিফ আকন্দ সাংবাদিকতায় সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।