মঙ্গলবার , ১৬ই ডিসেম্বর, ২০২৫ ইং || ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী

মা,উ-শির অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মর্জিয়া বেগম মৃত্যু বরণ করেছেন

প্রকাশিত হয়েছে-

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খায়েরুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ও মা,উ-শির সাবেক উপ-পরিচালক মর্জিয়া বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মউশি,ময়মনসিংহের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ছিলেন।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৩ টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ময়মনসিংহের রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক অঙ্গনে। তিনি বর্তমানে বাংলাদেশ মহিলা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জানাযায়, আজ বাদ জোহর ত্রিশালের ১২নং আমিরাবাড়ীর, ৯ নং ওয়ার্ড, বড়গাঁও নিজ বাড়িতে নামাজে পর দুইটার সময় জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।