জনতার নিঃশ্বাস::
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন( এফবিজেও) এর উদ্যোগে গণমাধ্যম কর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
রোববার( ১৬ এপ্রিল) ১৪ পুরানা পল্টনের এফবিজেওর অস্থায়ী কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুইঁয়ার সভাপতিত্বে ও অর্থ সচিব আব্দুল বাতেন সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এফবিজেও’র মহাসচিব মো. শামছুল আলম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম,মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম আবু তাহের মিয়াজী, এফবিজেওর স্থায়ী পরিষদ সদস্য ডেমরা প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম চৌধুরী, এফবিজেওর ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন শাওন , ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার রিক্তা, যুগ্ম- মহাসচিব সৈয়দ ওমর ফারুক,সহ-সাংগঠনিক সচিব শাহাদাত হোসনে ভূইয়া ,বিশিষ্ট মানবাধিকার সংগঠক খোন্দকার সাইফুল ইসলাম সজল সহ এফবিজেও’র নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক নুরুল আবছারের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় অনুষ্ঠানটি।
এসময় (মাবসাস)এর মহাসচিব নুরুল আফসার কে ঈদ উপহার দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।
পরে সংবাদকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।