ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিসত্তার বিকাশ ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে- আকরাম হোসেন পিপিএম
ইপেপার / প্রিন্ট
হারুন-অর-রশিদ:
১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিসত্তার বিকাশ ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে এবং ঘুমন্ত ৭ কোটি বাঙালিকে দখলদার পাকিস্তানিদের বিরুদ্ধে জাগ্রত করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক আকরাম হোসেন পিপিএম।
জনতার নিঃশ্বাসের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন মাত্র ১৯ মিনিটের ভাষণে দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক ঘটনা প্রবাহ তুলে ধরেছিলেন। এ ভাষণের মাধ্যমে তিনি নিরীহ ও নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে প্রস্তুত করেছিলেন।
এসময় বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে বর্ণনা করে পুলিশ কর্মকর্তা আকরাম হোসেন বলেন: ‘৭ মার্চের ভাষণ হলো তাঁর অমর কাব্যমালার অনন্য নিদর্শন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, বরং এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতি-গোষ্ঠীকে অনুপ্রেরণা যোগাতে থাকবে। এ কারণেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
Related News
ত্রিশালে সড়কের বেহাল দশার কারণে দূর্ভোগে মসজিদ ও মাদ্রাসা শিক্ষার্থীরা
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের টানবড়গাঁওয়ে অবস্থিত দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা শিক্ষার্থীরা সড়কের বেহালRead More
বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর: আক্তার মাস্টার
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর—বলে মন্তব্য করেছেন গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ)Read More

