বিজ কৃষি কর্মসূচির মাধ্যমে উপকারভোগীর মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)এর কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির নির্বাচিত উপকার ভোগীদের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।শনিবার (২৮ জুন) বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর শাখার আওতাধীন উপকারভোগীদের মধ্যে এই ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এসময় উপকার ভোগীদের মধ্যে আম ও লিচুর ২০০০ চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে উন্নত প্রজাতির আম্রপালি ১০০০ ও চায়না থ্রি লিচুর ১০০০ চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মাহে আলম, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার(কৃষি) মো. মোশারেফ হোসেন ও মাওনা সাব-জোনের সাব জোনাল ম্যানেজার বাদল চন্দ্র সিংহ। ফলজ চারা বিতরণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গাজীপুর জোন অফিসের জোনাল ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফলজ বৃক্ষ রোপণ ও তার পরিচর্যা বিষয়ে বিস্তারিত জানিয়ে বাড়ির আশে পাশে পতিত জমিতে বেশি করে বৃক্ষ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে পুষ্টি চাহিদা পূরণে বসত ভিটায় ফলজ গাছ রোপণের উপর গুরুত্ব উপকার ভোগীদের মধ্যে তুলে ধরেন।
Related News
নজরুল বিশ্ববিদ্যালয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরRead More
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুর সদরে বিশেষ দোয়া
ফরহাদ মোল্লা,গাজীপুর থেকে:: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করেRead More

