বিএনপি নেতা আবুল কাশেমের বক্তব্য বিকৃতির অভিযোগ
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা::নাটোর জেলা বিএনপির সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোঃ আবুল কাশেমের বক্তব্য একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ১৯ জুন, বৃহস্পতিবার বিকৃত ও ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে। ঐ বক্তব্য আংশিক প্রচার করায়, জনমনে প্রশ্নের উদ্রেক সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএনপি নেতা আবুল কাশেম। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আশংকার কথা উল্লেখ করেন। ঈদের তৃতীয় দিন (৯ জুন) নাটোরের একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নিজের ও নেতা-কর্মীদের বিভিন্ন স্মৃতি, সুখ-দুঃখের কথা তুলে ধরতে গিয়ে প্রাসঙ্গিক কিছু কথা বলেন। এসময় তিনি নাটোরে দলের অভ্যন্তরীণ নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। একটি মহল সেই বক্তব্য সুপার এডিটের মাধ্যমে আগে পিছে ফেলে দিয়ে বিকৃত ভাবে প্রচার প্রচারণায় নামেন। যা তার দৃষ্টিগোচর হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন। আবুল কাশেম মনে করেন, বিএনপিতে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের এজেন্টরা সংশ্লিষ্ট প্রতিবেদককে ভুল বুঝিয়ে অথবা প্রভাবিত করে প্রতিবেদনটি তৈরি ও প্রচারে সহযোগিতা করেছেন। তিনি দাবি করেন, তিনি রাষ্ট্রের একজন আদর্শ সুনাগরিক হিসেবে সব সময় দেশের আইন ও বিচার ব্যবস্থার উপর শতভাগ আস্থাশীল। তথাপি এডিট করা প্রচারিত ঐ বক্তব্যে কেউ যেন প্রভাবিত না হন এবং কোন ধরণের ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, সেই জন্য তিনি বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেন। আবুল কাশেম দৃঢ়ভাবে বিশ্বাস করেন দেশের আইন ও বিচার ব্যবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরো বেশি স্বাধীন এবং নিরপেক্ষ। প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিচারকরা তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথ ও নিরপেক্ষ ভাবে পালন করতে পারছেন। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, প্রতিপক্ষের অন্যায় প্রচার প্রচারণায় এখন কেউ আর প্রভাবিত হবে না। বিবৃতিতে বিএনপির এই নেতা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে নাটোর জেলা, দেশবাসী এবং দলীয় সহকর্মীদের, নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানান। তিনি হীনমন্যতায় না ভোগে দল ও দেশ গঠনে মনোনিবেশ করার অনুরোধ করেন। তিনি দাবি করেন এরইমধ্যে নাটোর জেলার চাঁদাবাজ ও সন্ত্রাসের গডফাদারকে নাটোরবাসী চিহ্নিত করেছেন। তিনি বলেন, তাদের কর্মকাণ্ডে ইতিমধ্যে পুরো নাটোরে বিএনপি ইমেজ সংকটে পড়েছে। আওয়ামী ঘরানার ও সাবেক অবৈধ এমপির বিশ্বস্থ লোকজন নিয়ে বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে নাটোরের স্বঘোষিত “বাবা নেতা” দলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোঃ আবুল কাশেম বিবৃতিতে জানান, প্রতিনিয়ত জাতীয়তাবাদের ত্যাগী নেতা -কর্মীদের হামলা- হুমকি, চরিত্র হনন এবং আওয়ামী আমলের বিভিন্ন মিথ্যা মামলা পুনর্জীবিত করে দলীয় নেতা কর্মীদের হয়রানি করা হচ্ছে। এতে দলীয় নেতা কর্মীরা বড়ই অসহায় জীবন যাপন করছেন বলে তার দাবি। তিনি আত্মঘাতী খেলা বন্দ করে দল ও দেশকে ভালোবাসতে এবং অকারণে দলীয় নেতা কর্মীকে হয়রানি, হুমকি, হামলা সহ চরিত্র হননের চেষ্টা না করে, ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে দেশকে বড় করে দেখার আহ্বান জানান। বিবৃতিতে তিনি আরো বলেন, দ্বিধান্বিত না হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্নীতিমুক্ত সুখি, সমৃদ্ধ সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে উৎসর্গ করার উদাত্ত আহ্বান জানান।
Related News
নজরুল বিশ্ববিদ্যালয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরRead More
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুর সদরে বিশেষ দোয়া
ফরহাদ মোল্লা,গাজীপুর থেকে:: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করেRead More

